জাহিদ হোসেন সজলঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫৪ তম মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয় এরপর সকল সরকারী, বেসরকারি ভবন সমুহে এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সকাল ৮ টায় উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৮:৩০ এ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে গমন করা হয়, সকাল ১০ টায় আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দরবার হলে বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিটল রায়, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রুবানা তানজিন, সদরপুর থানা অফিসার ইনচার্জ আঃ মোতালেব খোকন, বীর মুক্তিযোদ্ধা ডা.এ গাফফার মিয়া, বিএনপি নেতা কাজী বদরুতজামান বদু, কবির হোসেন মোল্লা, বাহালুল মাতুব্বার, মোঃ বাবুল হোসেন, সদরপুর উপজেলা জামায়াতের আমির মোঃ দেলোয়ার হোসেন, বেসরকারি শিক্ষক ঐক্যের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এছাড়াও জামায়েত, জাকের পার্টি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সদরপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক বৃন্দ।