দৈনিক চৌকস পএিকার
মোঃ আফতাবুল আলম
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে রওশন আলম তুষার নামের এক যুবক কে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ৷ স্বাস্থ্য উপদেষ্টার স্বাক্ষর জাল করার অপরাধে তাকে গ্রফতার করা হয়। রাজপাড়া থানা সূএে জানা গেছে ডাঃ শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুষার মাল্টিপল ট্রেডিং কর্পোরেশন নামের এক ঔষধ কোম্পানির প্রতিনিধি। ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মেডিসিন এর সাথে তার পরিচয় হয়েছে৷ এ এই সুযোগ কে কাজে লাগিয়ে তুষার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ডাক্তার নুর আলম সিদ্দিক, ও ডাঃ শাহানাজ সুলতানা কে বদলি করার কাগজ কৌশলে সংগ্রহ করে এবং তাতে স্বাস্থ্য উপদেষ্টার স্বাক্ষর ও সিল জাল করে স্বাস্থ্য সচিবের কাছে জমা দেয়। স্বাস্থ্য সচিবের দপ্তর তদন্ত করে জানতে পারে যে এই স্বাক্ষর ও সিল জাল। পরবর্তীতে ডাঃ শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি রাজপাড়া থানা পুলিশ কে অবগত করে এবং তুষারের বিরুদ্ধে গত ২ নভেম্বর দন্ড৷ বিধির ১৭০/৪৬৫/৪০৬ ও ৪২০ ধারায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশ আাসামী তুষার কে গত ৪ নভেম্বর সোমবার রাজপাড়া থানা পুলিশ গ্রেফতার করে। মামলার বাদী ডাঃ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের কে জানিয়েছেন। আাসামী তুষার আমাদের আবেদন গুলি কৌশলে সংগ্রহ করে প্রতারণা করেছেন। বিষয়টি নিয়ে রাজশাহীতে ডাক্তারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম।
সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, সহ-সম্পাদকঃ মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০, রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916, ইমেইলঃ choukasinfo21@gmail.com