দৈনিক চৌকস :ভ্রাম্যমান
প্রতিনিধি:মোঃরাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের কৃষকদের সাথে দিনব্যাপী মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ই অক্টোবর) ৪ নং মৌগাছী ইউনিয়নের মৌগাছী ব্লকের ৬ নং ওয়ার্ড নন্দনহাট গ্রামের এসএন ডিপি কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভা হয়।
মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ এম. এ. মান্নান'র সভাপতিত্বে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে উপস্থিত বক্তব্য প্রদান করেন ।ফসল অনুবিভাগ, কৃষি, প্রানীসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন, যুগ্ম প্রধান,ফেরদৌসী আক্তার,
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের ঢাকা খামারবাড়ি প্রকল্প পরিচালক,মোহাম্মদ বনি আমিন,রাজশাহীর অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) ডিএই'র সাবিনা বেগম,ঢাকা খামারবাড়ির উপপ্রকল্প পরিচালক, এসএসিপি,সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন,ঢাকা খামার বাড়ি মনিটরিং অফিসার শামীম শেখ, রংপুর আঞ্চলিক সমন্বয়ক আমিনা খাতুন, আরও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম,সহ উপস্হিত বক্তারা কৃষকের উদ্দেশ্যে বলেন।কৃষি প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষাণ-কৃষাণী, কমকর্তা-কর্মচারী ও সুবিধাভোগি জনগোষ্ঠীকে নিরাপদ কৃষি, পুষ্টি ও আয়বর্ধক কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধি করা হবে।এ প্রকল্প মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা, পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ সম্প্রসারণের মাধ্যমে প্রদর্শনী স্থাপন, জিংক সমৃদ্ধ ধান চাষ, পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ ও ভার্মিকম্পোট উৎপাদনের উপর আলোকপাত করা হয়।কৃষি কাজের উন্নয়নের জন্য কৃষকদের ভোট্রা মাড়াই মেশিন,স্প্রে মেশিন,পানি সেচের জন্য মেশিন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com