ঠাকুরগাঁওয়ের রাণিশংকৈলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব (ঘোড়া), ভাইস চেয়ারম্যান সোহেল রানা (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সারমিন আক্তার ( হঁাস) প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২১মে, ২০২৪) দিবাগত রাত ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ৬৬ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান, ভাইস চেয়ার (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় তিনি সকল প্রতিদ্বন্দ্বিতাকারীর প্রাপ্ত ভোট সংখ্যাও প্রকাশ করেন।
প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আহম্মেদ হোসেন বিপ্লব (ঘোড়া) প্রতিক প্রাপ্ত ভোট (৪৪,২৫৫) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (আনারস প্রতিক প্রাপ্ত ভোট (৩৪১৮০) অধ্যাপক সইদুল ইসলামকে (১০০৭৫) ভোটের ব্যবধানে পরাজিত করেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বির মধ্যে সোহেল রানা (টিউবওয়েল প্রতিকে প্রাপ্ত ভোট ৩৩০১২) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজান আলী (বৈদ্যুতিক বাল্ব প্রতীকে প্রাপ্ত ভোট ৩২০৮৩)।কে ৯২৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে চার প্রতিদ্বন্দ্বির মধ্যে সারমিন আক্তার (হঁাস প্রতীকে প্রাপ্ত ভোট ৩২৭৪৩) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদা ইয়াসমিন (ফুটবল প্রতীকে প্রাপ্ত ভোট ২৯১৭৫) কে ৩৫৬৮ ভোট ব্যবধানে পরাজিত করেন।
প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে, ২০২৪ রোজ মঙ্গলবার রাণীশংকৈল উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১,৮৩,৩৫১। গড় ভোট প্রদানের শতকরা হার ৬১ দশমিক ৮১ ভাগ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com