জাহিদ হোসেন সজলঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় হাসপাতাল মোড়ে শহীদ আব্দুল কাদের মোল্লার জীবন ও কর্মের ওপর’ আলোচনা সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) তারিখে সকাল ৯টায় সদরপুর উপজেলার হাসপাতাল মোড়ে উক্ত আলোচনা সভা হয়।
শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ এইচ এম হামিদুর রহমান আকন্দ (সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী ও সাবেক এমপি), বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আব্দুর তাওয়াব, সভাপতিত্ব করেন হাসান মওদুদ সদস্য সচিব শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন (সাবেক আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য), সামসুল ইসলাম আল বারাকী (সাবেক আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য), মাওলানা মোঃ বদরুদ্দীন (আমীর ফরিদপুর জেলা শাখা) অধ্যাপক আঃ ওহাব আলী(সেক্রেটারি ফরিদপুর জেলা শাখা), মোঃ ইমতিয়াজ উদ্দিন আহমেদ (নায়েবে আমীর ফরিদপুর জেলা), মাওলানা ছরোয়ার হোসেন (আমীর ভাঙ্গা উপজেলা শাখা), মাওলানা সোহরাব হোসেন(আমীর নগরকান্দা উপজেলা শাখা), হাফেজ মোঃ নুরুল হুদা(সাবেক আমীর ভাঙ্গা উপজেলা শাখা), মাওলানা শেখ সোলায়মান (আমীর চরভদ্রশন উপজেলা শাখা), মোল্লা মোঃ মাইনুদ্দিন(সাবেক চেয়ারম্যান ৫নং ভাষানচর ইউনিয়ন পরিষদ) ,মোঃ মোসলেম উদ্দিন আহমেদ(সাবেক প্রধান শিক্ষক বাইশ রশি শিব সুন্দরী একাডেমী), মোঃ মজিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শহীদ কাদের মোল্লার আত্মজীবনী স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।