শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ভারতীয় সীমান্তবর্তী নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামে এক মুসলিম পরিবারে ৩০ নভেম্বর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন আশরাফুল হোসেন। বৈবাহিক জীবনে আবরার হোসেন (৩) নামে এক পুত্র সন্তানের জনক। আশরাফুলের মা একজন স্কুল শিক্ষিকা হওয়ায় বড় ছেলের পাশাপাশি, ছোট ছেলে আশরাফুলকে সু-শিক্ষায় শিক্ষিত করেন। আশরাফুল শিক্ষা জীবনে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করার পর এনটিআরসি’র মাধ্যমে ইংরেজি শিক্ষক হিসেবে নিজ উপজেলাতে ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় কর্মরত রয়েছেন।ক্রীড়া প্রেমিক ভাষ্যকারের পিতার নাম আমির হোসেন, মাতা গোলেরা বেগম।ক্রীড়া প্রেমি মোঃ আশরাফুল হোসেন শেরপুরে ধারাভাষ্যের জনপ্রিয়তা তাকে উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে নিয়ে গিয়েছে। ধারাভাষ্যকার হিসেবে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য সম্মাননা স্মারক এবং উপহার পেয়েছেন।শেরপুর জেলায় কোথাও ক্রীড়া অনুষ্ঠান হলে ডাক পরে আশরাফুল হোসেন ক্রীড়া ধারাভাষ্যের বা উপস্থাপনার জন্য। আশরাফুল হোসেন সাথে কথা বলে জানা যায় তিনি এই মহান পেশা শিক্ষকতার পাশাপাশি এই প্রতিভাকে সব সময় ধরে রাখার চেষ্টা করবেন এবং শেরপুর জেলাকে ভবিষ্যতে আরও উচ্চ স্থানে তুলে ধরবেন এবং তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। শেরপুরে জনপ্রিয়তার শীর্ষে ক্রীড়া ধারাভাষ্যকার আশরাফুল হোসেন খেলার ধারাভাষ্য শুনতে সাম্প্রতিক সময়ে অসংখ্য প্রমীলা দর্শক মাঠে আসতে দেখা যায়। কন্ঠের জাদুকর আশরাফুল হোসেন তার ক্রীড়া ধারাভাষ্যের নৈপুণ্যের মাধ্যমে গ্রামগঞ্জ থেকে শুরু করে, শহর বন্দরে এক জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com