শেরপুর জেলা প্রতিনিধিঃএসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ৫১ দিন তারুণ্যের উৎসবের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে ।
ঝিনাইগাতী উপজেলার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম রাসেল তারুণ্যের উৎসব ২০২৫ শুভ উদ্বোধন ঘোষণা করেন ।
পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনূর রশীদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইলিয়াস শাহ সারোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভিন, সহকারী শিক্ষক রুস্তম আলী সহ অন্যান্য সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পড়ে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ ও সদর বাজারের ড্রেন পরিস্কার, মশক নিধন ঔষধ ছিটানো সহ জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনা করা হয় ।