লুৎফর রহমান শাওন,(ব্যুরো চীফ) শেরপুরঃ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে চরশেরপুর নিজ গ্রামে ২ ডিসেম্বর সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে একই গোষ্ঠীর জেঠা আঃ সালাম (৬০) ও ছেলে রঞ্জু (২৬) কর্তৃক ওয়াসিম (২৬) নামে এক সেনা সদস্যকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।নিহত সেনা সদস্য ওয়াসিম শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের জনৈক আবুল হাসেমের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আঃ সালাম গংদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসতেছিল। এর ফলে গত কয়েকদিন পূর্বে ওই সেনা সদস্য ওয়াসিম তার সিলেট কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন। সোমবার সকালে ওয়াসিম তাদের খেতে ধান কেটে ধানের আটি বাড়ি নিয়ে যাবার সময় জেঠা আঃ সালাম ও জেঠাতো ভাই রঞ্জু পথ আটকায় এবং কিছু বুঝতে পারার আগেই ধারালো দা দিয়ে ওয়াসিমকে গলায় কোপ দেয়। পরে আহত ওয়াসিমকে আত্মীয় স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ সেনা সদস্যদের নিয়ে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ছুটে যান। পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান এবং ঘটনা স্থল পরিদর্শন করেন। এঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।