ঝিনাইগাতী,(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব থামাতে গিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ী খুন হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে নালিতাবাড়ী পৌরশহরের দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো,তোরাব আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চৌরশহরের দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল এলাকার আব্দুস সামাদের ছেলে সুদখোর ফরিদের কাছ থেকে সুদে কিছু ঋণ গ্রহন করেন একই এলাকার রিকশা চালক তারা মিয়া।
জানা যায়, তারা মিয়া সঠিক সময়ে সুদের টাকা দিতে না পারায়। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে দেলোয়ারের দোকানের সামনে সুদখোর শেখ ফরিদ, আলম ও রবিউল ঋন গ্রহিতা তারা মিয়াকে আটকিয়ে সুদের টাকা দাবি করেন। এসময় দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। দেলোয়ার দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব থামাতে গেলে সুদখোরদের অস্ত্রের আঘাতে দেলোয়ারসহ ৪ জন গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেলোয়ারসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃতঘোষণা করেন।
অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে নিহত দেলোয়ারের ভাই ভোলু মিয়া বাদি হয়ে ২০ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে একজন মারা গেছে। এঘটনায় থানা একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com