শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ী ভোগাই নদীর পাড় কেটে ও অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শাহীন মিয়া নামে এক বালু দস্যুকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার মৌলভীপাড়া গ্রামের তাইজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, ভোগাই নদীরপাড় ভেংগে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শাহীন মিয়াকে বিনাশ্রম এক মাসের কারাদণ্ড দেয়া হয়। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান এ অভিযানে ভোগাই নদীর রাবারড্যাম, রাজাখালপাড়, চকযোগানিয়া এলাকায়
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে কারাদণ্ড ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২০টি মাচা, ১২ টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার(ভূমি) মো. আনিসুর রহমান, পুলিশ, আনছার ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com