মোঃ কামরুজ্জামান মোল্লা, শেরপুর বিশেষ প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলা শেখ হাটি বাজার রৌহাবিলে বৃহস্পতিবার ফজর বাদ আম- বয়ানের মধ্য দিয়ে শুরু হবে শেরপুর জেলার ইজতেমা । ইসলাম প্রিয় মুসলিম জনতা গত বছরের ন্যায় শেখ হাটির ইজতেমায় অংশ গ্রহণ করবে ।ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
০৭ তারিখ রোজ শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম সমাপ্ত করবেন।