পাভেল সরকার,গাজীপুর স্টাফ রিপোর্টার। গাজীপুরের শ্রীপুর উপজেলা এশিয়ান টিভির ১১ তমবর্ষপূর্তি উদযাপন করা হয়। গত ১৮/০১/২০২৪ ইংতারিখে শ্রীপুর উপজেলা এশিয়ান টিভির প্রতিনিধি কবির সরকারের সভাপতিত্বে এবং এশিয়ান টিভিরজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় এশিয়ান টিভির ১১ তম বর্ষপূর্তিতে ১২ বছর পদার্পণে শ্রীপুরের সকল স্তরের সাংবাদিকদের দাওয়াত এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণসঞ্চারিত হয়। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, বিশেষ মেহমান হিসেবে ছিলেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহ জামান, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেকের জিএস ও আওয়ামী লীগ নেতাজনাব আহসান উল্লাহ সহ স্থানীয় সাংবাদিকদের সিনিয়র অনেক নেতা। সকল মেহমানদের ফুল দিয়েবরণ করে নেন উপজেলা ও জেলা এশিয়ান টিভির প্রতিনিধি গণ। সকল স্তরের সাংবাদিকদের মতবিনিময়শেষে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সমাজের জোর, জুলুম অত্যাচার, দুর্নীতিও সর্বপ্রকার অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রকাশের আহ্বানকরেন এবং এশিয়ান টিভির দীর্ঘায়ু কামনা করেন। প্রধান মেহমান শাহ জামান এশিয়ান টিভির বর্ষপূর্তিতে দাওয়াত পেয়ে এশিয়ান টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কলাকুশলী এবং এর সাথে যত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের ধন্যবাদ দিয়ে সকল সাংবাদিকদের আইন সহয়তা করে বেন এবং করবেন বলে আশ্বস্ত করেন। বক্তাদের বক্তব্য শেষে কেক কেটে ঐক্যবদ্ধ স্লোগানে এশিয়ান টিভির শুভকামনা জ্ঞাপন করেসকল উপস্থিতি। পরিশেষে সকল স্তরের মেহমানদেরকে বিরিয়ানি আপ্যায়ন করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণাকরেন সভাপতি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com