গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে নির্মানাধীন একটি শিল্প কারখানার সীমানার প্রাচীর নির্মাণের বাধা ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিংঙ্গারদিঘী গ্রাম চায়না লেইকে পাওয়ার লিমিটেড নামে নির্মাণাধীন ওই শিল্প কারখানার পক্ষ থেকে এই এলাকার হাজী আব্দুল করিম ফরাজির ছেলে শনিবার শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান ওই এলাকার জমি কিনে কোম্পানির সীমানা পাঁচ এর কাজ শুরু করলে একই এলাকার মৃত সাত্তার বইয়ের ছেলে লুৎফর ভূইয়া(৪৫) মোঃ মোফাজ্জল ভূঁইয়া (৪২) নবী হোসেন ভূঁইয়া (৫৫) উভয় পিতা মোঃ সামাদ ভাইয়া গং এবং অজ্ঞাতনামা ৮/১৯ জন ১০ লক্ষ টাকার চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়াই তার সীমানার প্রাচীর ভাঙচুর চালায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তোফাজ্জল হোসেন ভূঁইয়া।
শ্রীপুর থানার ওসি অপারেশন নয়ন বলেন এব্যাপারে আমি সঠিক জানিনা তবে অভিযোগ অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com