হেলাল শেখ, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ৮৯ নং কেওয়া পশ্চিমখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াছমিনের বদলি বাতিল করে পূর্ণ বহাল।
সোমবার ৩০/০৯/২০২৪ইং তারিখ সকাল ১০টায় গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা ৯নং ওয়ার্ড ৮৯ নং কেওয়া পশ্চিমখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন তার কর্মস্থলে যোগদান করেন। এর আগে গত ১৪/১২/১৯৯৯ সালে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তিনি প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ম্যানেজিং কমিটির সেরা সভাপতি কামরুল ইসলাম ফরিদা ইয়াছমিনকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
ম্যানেজিং কমিটির সকল সদস্য ফুল দিয়ে ফরিদা ইয়াছমিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেয়ে ছাত্রছাত্রীরা আবেগে আপ্লুত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে প্রিয় প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।
ফরিদা ইয়াছমিন সাংবাদিকদের বলেন, গত ৭ মে ২০২৪ইং তারিখ টাঙ্গাইল জেলায় একটি স্কুলে বদলি করা হয়, তিনি সেখানে যেতে রাজি না হয়ে এ বিষয়ে প্রতিবাদ করেন এবং একটি মামলা করেন, এরপর নানাভাবে চেষ্টা করার পর সরকার তাকে আগের স্থান গাজীপুরের শ্রীপুরে ৮৯ নং কেওয়া পশ্চিমখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহাল করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com