মোঃ হৃদয় মিয়া,শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের হারিয়াকোনা গ্রামে খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের নতুন গীর্জাঘরের শুভ উদ্ভোধন করা হয়েছে।
হারিয়াকোনা গ্রামের সীমান্তবতী এলাকায় ২০ শে ডিসেম্বর শুক্রবার দুপুরে ব্যাপ্টিস্ট সম্প্রদায়ের নব নির্মিত গীর্জাঘর শুভ উদ্ভোধন করেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ (জিবিসি) প্রেসিডেন্ট পাষ্টার বরুন দারিং।
মূল গীর্জা ঘর থেকে অনেক দূরত্ব ও অধিক জনসংখ্যা হওয়ায় হারিয়াকোনার উত্তরে শেষ সীমান্তে হারিয়াকোনা উত্তর শাখা ব্যাপ্টিস্ট মন্ডলী নামে নতুন গীর্জাঘর উদ্ভোধন হয়।
ডিকন জীবন ম্রং ও অভিপ্রায় ম্রং এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সংকীর্তনের মাধ্যমে গীর্জা ঘর চারিদিকে প্রদক্ষিণ করে জিবিসি প্রেসিডেন্টের মাধ্যমে ফিতা কর্তন করে নাচ গানের মাধ্যমে ভিতরে প্রবেশ করা হয়। এতে আগত অতিথিবৃন্দ উদেশ্যে সাগতিক বক্তব্য রাখেন হারিয়াকোনা উত্তর শাখা মন্ডলীর সভাপতি টিটুশ জেংচাম, ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ জিবিসি সাধারণ সম্পাদক পাষ্টার সুরঞ্জন ডিব্রা, ভাইস প্রেসিডেন্ট পাষ্টার শিশির কুমার দাজেল, জয়রামকুড়া হাসপাতালের ডিরেক্টর পাষ্টার তরুন দারিং, গীর্জায় প্রধান বক্তা হিসেবে খ্রীষ্টের বাণী প্রচার করেন রেভারেন্ড মধুনাথ সাংমা।
এ সময় শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মি.লেবানুস মারাক সহ ৫ শতাধিক খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com