জাহিদ হোসেন (সজল): "প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যেহীন বাংলাদেশ আমাদের সবার।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দরবার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার, ব্র্যাকের সদরপুর শাখার ম্যানেজার আহসান হাবীব, সদরপুর থানা পুলিশের উপপরিদর্শক মোঃ মামুনুর রশিদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে প্রেরণ করার কথা উল্লেখ করেন। পাশাপাশি তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আলোচনায় তুলে ধরা হয়। এছাড়াও বৈধ পথে বিদেশে গমনের পরামর্শ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com