জাহিদ হোসেন সজলঃ ফরিদপুরের সদরপুরের ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যানের শিশু পুত্র রাফসান হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগী সাবেক ঢেউখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তফা মৃধা সরকারি গাছ চুরির দায়ে গ্রেফতার হয়েছেন।
জানাগেছে, ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল সরকারি সড়কের পাশ থেকে প্রকাশ্যে গাছ চুরি করে নেওয়ার সময় উপজেলা প্রশাসনের নির্দেশে গাছ সহ তাকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। রাতেই মোস্তফার বিরুদ্ধে সরকারের পক্ষে মামলা দায়ের করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন।
স্থানীয়রা জানান, কোন প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই সরকারি ৪টি বড় গাছ কেটেছেন মোস্তফা মৃধা। বিগত সময়ে আওয়ামীলীগের ছত্রছায়ায় পদ্মা-আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনাসহ এলাকায় জোর জুলুম করেছেন। তার বিরুদ্ধে বালু মহালের মামলাও রয়েছে। ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান হত্যা মামলার প্রধান আসামি হিসাবে তার নাম আছে।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, তার বিরুদ্ধে সরকারি গাছ চুরির মামলা দায়ের হয়েছে। এছাড়াও পিবিআই ফরিদপুরে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা তদন্তনাধীন রয়েছে। ৫ আগস্ট সদরপুর থানা ভাঙ্গচুড়ে তার সম্পৃক্ততা ছিলো কিনা সেটাও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হবে।