সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই আন্দলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আহত ছাত্র-জনতার পরিবারে সদস্যদের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা প্রকৌশলী আ: মমিন, ওসি (তদন্ত) মো: আনিসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদুরুজ্জামান (বদু), যুগ্ন আহ্বায়ক কবির মোল্যা, উপজেলা জামায়াত ইসলামীর সভাপতি দেলোয়ার মিয়া, ছাত্র সমন্বয়ক আনিসুর রহমান সজল, হাসিম সিয়াম, শেখ রাতুলসহ রাজনৈতীক দলের নেতাকর্মীরা।