আদায়সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামায আদায় ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার বেলা ১১ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ,খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে মহান আল্লাহর রহমত লাভের আশায় ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মুনাজাত করা হয়। বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে বৃষ্টি প্রার্থনার বিশেষ এ নামাজের ইমামতি করেন এবং নামাজ শেষে খুতবা ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম ও সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। নামাজের পূর্বে ইসতিসকার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশেষ বয়ান পেশ করেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের আলহাজ্ব মাওলানা আমির হোসেন। আরো উপস্থিত ছিলেন সদরপুর এতিমখানা মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি মাহদি হাসান সহ বিভিন্ন মসজিদের ইমামগণ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com