সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় আশরাফুল আলম আশিক মুন্সি (২৩) নামের যুবক নিহত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার সময় সদরপুর বাজারের দর্জি গলির সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, সকালে রাস্তা ফাঁকা থাকার কারনে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়' নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আশিক। পরে লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করে।নিহত আশিক উপজেলার সদর ইউনিয়নের দশহাজার গ্রামের, ফজলুর রশিদ (ছিতু) মুন্সির ছেলে।সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, যেহেতু সে নিজে নিজেই এক্সিডেন্ট করেছে তাই এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com