সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পূর্বশ্যাম গ্রামের জালালের দোকানের সামনে থেকে শুক্রবার (২৭ ডিসেম্বর)সন্ধা সাড়ে ৬টার সময় সদরপুর থানা পুলিশ ৪৮ পুরা হেরোইনসহ দুই যুবককে আটক করেছে।
জানাগেছে, সদরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কাজী মিনারুল এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে পূর্বশ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে জালালের দোকানের সামনে মাদক বিক্রির সময় তাদেরকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হচ্ছে সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামের রাশেদ তালুকদারের পুত্র হাসিবুল তালুকদার(২২) ও অপরজন চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুতলা জামতলা গ্রামের মিজানুর বেপারীর পুত্র তামিম বেপারী (২৩)। আটককৃতদের বিরুদ্ধে সদরপুর থানায় মাদক নিয়ন্তন আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com