শাহীন আহমেদ: চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের ডংনালা উচ্চ বিদ্যালয়ের নারী পরিচ্ছন্নতা কর্মী মাচিংউ মারমার স্কুলে চাকরী এমপিও ভুক্ত হওয়ায় এবং প্রথম বেতনের টাকা পেয়ে খুশীতে নিজের ইচ্ছায় তাহার কর্মস্থল ডংনালা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিজ বেতনের টাকা থেকে এক বেলা মধ্যাহ্নভোজ করানোর জন্য ইচ্ছা পোষণ করেন।নিজের ইচ্ছা পূরণ করতে গত ০৮/৫/২০২৪ ইং তারিখ শিক্ষকদের জন্য বিদ্যালয়ের একটি রুমে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
উক্ত আয়োজনে এলাকার ২/৩ জন গণ্যমান্য ব্যক্তিকেও উক্ত পরিচ্ছন্নতা কর্মী দাওয়াত করেন।উক্ত মধ্যাহ্ন ভোজে নবনির্বাচিত সভাপতিকে দাওয়াত না দেওয়ায়, প্রধান শিক্ষককে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলমান থাকা অবস্থায় অতর্কিত হামলা এবং মারপিট করা হয়। এবং আটক করিয়া জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও হত্যার উদ্দেশ্যে গলা টিপিয়া ধরিয়া মুখে চড় থাপ্পড় দিয়া আলমারীর চাবি নিয়ে ফেলে।প্রকাশ্য দিবালোকে প্রধান শিক্ষক এর অফিস কক্ষে ৬ জন শিক্ষক এবং বিদ্যালয় কমিটির আরো ৩ জন সদস্যের উপস্থিতিতে এই ঘটনা ঘটে, সভাপতির আচরণে সবাই হতভম্ব হয়ে পড়ে। বিদ্যালয়ের রান্না বিষয়ক ক্লাশের কিছু হাড়ি পাতিল জোর পূর্বক বস্তা ভরিয়া নিয়া যায়। যাওয়ার সময় পরিচ্ছন্ন কর্মী মিথুন কান্তি সাহাকে হুমকি দেয় যে, আমার কথা মত বিদ্যালয় পরিচালনা হইবে।অন্যথায় বিদ্যালয় এবং এলাকা ছাড়া করা সহ জানে মেরে ফেলার ও হুমকি দেয়। উক্ত বিষয়ে পরিচ্ছন্ন কর্মী মিথুন কান্তি সাহা(৫৭) বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল করিম বলেন,লিখিত অভিযোগ পাওয়ার পর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে এস আই মোমিনের নের্তৃত্বে এজাহার নামীয় বিবাদীকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিবাদীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916
ইমেইলঃ choukasinfo21@gmail.com