হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পশ্চিমপাড়া’র স্থানীয় বাসিন্দা—জাতীয় দৈনিক চৌকস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র অর্থ সচিব এবং আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সহ—সভাপতি আলহাজ্ব মোঃ কলিম উদ্দিন খুবই অসুস্থ্য—তার রোগমুক্তির—সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন)সহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি মানুষ।
সাংবাদিক নেতা জহিরুল ইসলাম খান (লিটন) বলেন, সাংবাদিক কলিম সাহেব একজন ভালো মানুষ, তিনি সততার সাথে সাংবাদিকতা করেন এবং ব্যক্তিগত ভাবে গরীব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে থাকেন, তিনি সাদা মনের মানুষ। আমরা এই ভালো মানুষটিকে হারাতে চাইনা, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ্যতা দান করেন এই জন্য আমরা সবার কাছে দোয়া চাই।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com