মিহিরুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে নদী ভরাটের কারণে বন্ধ হয়ে যাওয়া ব্যস্ত তম খেয়াঘাটের কাছে বেতনা নদীর উপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। দিন ভর বাহাদুরপুর ও বুধহাটা গ্রামবাসীর যৌথ প্রচেষ্টায় এ সাঁকোটি নির্মাণ করা হয়।সরেজমিন ঘুরে দেখা গেছে, নদী ভরাটের কারনে কেয়া ঘাটটি বন্ধ হয়ে গেলে মানুষ পায়ে হেটে নদী পারাপার করতো। বছরাধিকাল নদী খনন কাজ শুরু হলে নদীতে বাঁধ দেওয়ায় মানুষ বাঁধের উপর দিয়ে পারাপার করতো। গেল বর্ষা মৌসুমে অতি বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নদীর উপর আড়াআড়ি ভাবে মাটির বাঁধ কেটে দেয় উপজেলা প্রশাসন। এতে করে বাহাদুরপুর, কচুয়া সহ আশ পাশের মানুষের সাথে বুধহাটা বাজারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। ভোগান্তি পোহাতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বুধহাটা বাজারে আগত সাধারণ মানুষের। এ ভোগান্তি লাঘবের জন্য বাহাদুরপুর গ্রাম বাসীর উদ্যোগে বাঁশ ও গাছের গুড়ি দিয়ে বুধহাটা খেয়া ঘাটস্থ বেতনা নদীর উপর নির্মাণ করা হয় বাঁশের সাঁকো। শ্রমিক খরচ বাবদ পারাপার হওয়া মানুষ প্রতি দুই টাকা করে আদায় করতে দেখা গেলেও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বুধহাটা গ্রামের খেয়াঘাটস্থ ইলেকট্রিক মেকানিক আমিনুর রহমান বলেন,সরকারি সহযোগিতা ছাড়াই বাহাদুরপুর গ্রাম বাসীর উদ্যোগে সাঁকো নির্মাণ করায় এক দিকে যেমন আমাদের অনেক ভোগান্তি কমেছে অন্য দিক দিকে দুই গ্রামের মানুষের আত্মিক বন্ধন মজবুত হয়েছে। বাহাদুরপুর গ্রামের একাধিক বাসিন্দা বলেন,বেতনা নদীর খনন কাজ শেষ হলে সাঁকোর স্থলে একটি ব্রিজের দাবি জানান স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক
সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, সহ-সম্পাদকঃ মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০, রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916, ইমেইলঃ choukasinfo21@gmail.com