হেলাল শেখঃ সাভার ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় মঙ্গলবার (২এপ্রিল ২০২৪ইং) সকালে তেলের লড়ি উলটে পড়ে আগুন ধরে যায় পাশাপাশি আরো পাচটি গাড়ি পুড়েযায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, এ ঘটনা অন্তত তিনজন দগ্ধ হয়েছে ২ জন মারা গেছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬ টার দিকে সাভারের জোরপুল এলাকায় তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়ে উল্টে যায়। পরে সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা আরো চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারেও আগুন লাগে, মূহুর্তের মধ্যে আগুনে ভয়ংকর পরিস্থিতি রূপ নিয়েছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনায় ইকবাল নামে একজন মারা যায়। নিহতের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। নিহত একজন সিমেন্টের ট্রাকে কাজ করতেন। আর দগ্ধ হয়েছেন অন্তত ৪জন। দগ্ধ আহতদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠানো হয়েছে। আহতদের বিস্তারিত নামপরিচয় এখনো জানা যায়নি।সাভার হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) মো. বাবুল জানান, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একই প্রাইভেটকার পুড়ে যায়। এতে ২জন নিহত হয়েছেন। এই ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছে বলে তিনি জনান।