হেলাল শেখঃ ঢাকার সাভারে দ্যা ডেইলি স্টার পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট ও নাগরিক টেলিভিশন এর সাভার প্রতিনিধি সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। এর আগে ঘটনার দিন রাতেই মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। এর আগে গতকাল রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩৪) ও লক্ষ্মীপুর জেলার চন্দনগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। তারা দু’জনই সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাস করতেন। মূলত এই দু’জন ঘটনার দিন সাংবাদিকের ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন বলে ভুক্তভোগী সাংবাদিক জানান।
উক্ত মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ মে ২০৩৪ইং সাভার কাতলাপুরের বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানা দখলের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক আকাশ। সেখানে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের বের করে দিয়ে দখলের পর সিসি ক্যামেরা ভাঙচুর করে দখলকারীরা। এসময় সিসি ক্যামেরা ভাঙচুরের ভিডিও ধারণ করায় দখলকারীরা সাংবাদিক আকাশ মাহমুদের ওপর অতর্কিত নৃশংস হামলা চালিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে এনাম মেডিকেল চিকিৎসার জন্য নেওয়া হয়, তারপর আহত সাংবাদিক আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় সাংবাদিক আকাশের শরীরের অবস্থা ভালো না এবং চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ গণমাধ্যমকে বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলে দ্রুত গতকাল রাতেই দুইজনকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ড চেয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com