সারাদেশে উপজেলা নির্বাচনে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত সাভার উপজেলা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ভোটের আগেই সাভার উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান পদে মঞ্জুরুল আলম রাজীব নির্বাচিত হওয়ায় এখানে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) রাত ১২টার দিকে সাভার উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাহুল চন্দ।
এর আগে, সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার মোট ৩৪৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাভারে উপজেলা নির্বাচনে উপজলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে সর্বোচ্চ ২৪ হাজার ৭৪৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৭৯০ টি ভোট এবং টিউবওয়েল প্রতীক নিয়ে ২৭৭৫ টি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশাররফ খান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে সর্বোচ্চ ২৫ হাজার ১১৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহ-সভাপতি মোছা: মনিকা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী পেয়েছেন ৯ হাজার ৬৫ টি ভোট এবং প্রজাপতি প্রতীক নিয়ে ৮ হাজার ৫১৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন নাদিয়া নূর তনু।
নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৪৬ হাজার ২৭৭টি। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৯৬৮ এবং বৈধ ভোটের সংখ্যা ৪৫ হাজার ৩০৯টি। এই পদে ভোট পড়েছে উপজেলার মোট ভোটের ৫.১৪ শতাংশ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৪৫ হাজার ৭৩১টি। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৫২ টি এবং বৈধ ভোটের সংখ্যা ৪২৬৭৯টি। এ পদে ভোট পড়েছে উপজেলার মোট ভোটের ৫.০৮ শতাংশ।
উল্লেখ্য যে, সাভার উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৯১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৬২ হাজার ২১২ জন ও নারী ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৩৮ হাজার ৬৬৮ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা রয়েছে আরও ১৫ জন।