স্টাফ রিপোর্টার :-মো: কিবরিয়া আলম।
বলিয়াপুর সাভার হাইওয়ে রাস্তায়, ব্যাটারি চালিত অটো রিক্সা ও পিকাপের সংঘর্ষ ,ঘটনাস্থান থেকে সাইদুর রহমান (৫০) নামের ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তাছাড়াও শিশু সহ তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন । তৎক্ষণাত ৯৯৯ ফোন দেওয়া হলে ঘটনাস্থলে আমিনবাজার ফারি পুলিশ ও সাভার হাইওয়ে পুলিশ চলে আসে। সাভার হাইওয়ে পুলিশের এসআই বাবুল, ঘটনা স্থল থেকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও দুইটি ব্যাটারি চালিত অটো রিক্সা জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com