শাহীন আহমেদ
প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবার নাগরিকদের কাছ থেকে সরাসরি অভিযোগ ও চট্টগ্রাম মহানগর বাসীর সমস্যার কথা শুনবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। পুলিশ কমিশনার কার্যালয় দামপাড়ায় এই শুনানি হবে বলে জানা যায়। এছাড়া সপ্তাহে একদিন নগরীর সব থানায় অনুষ্ঠিত হবে ওপেন হাউজ ডে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, চলতি সপ্তাহ থেকেই এ কার্যক্রম চালু হচ্ছে।
এবং তিনি আরো জানান, প্রতি সপ্তাহে মঙ্গলবার নগরবাসীর অভিযোগ ও সমস্যা শুনবেন এবং সে অনুযায়ী সমাধানের চেষ্টা করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার। ক্রাইম ডিভিশনগুলোর উপ-পুলিশ কমিশনাররাও সপ্তাহে একদিন একই প্রক্রিয়ায় সবার বক্তব্য শুনবেন ও সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com