তাহেরুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় আমন ধান কাটার ধুম পরেছে কৃষকদের মাঝে, মাঠ জুরে সোনালী ধানের মুহু মুহু ঘ্রাণ, মনের আনন্দে কাজ করছে তারা কথা বলার ফুসরত নেই তাদের নতুন ধান ঘরে তুলতে সকলেই ব্যস্ত। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগ বলাই কম হওয়ায়, বিঘা প্রতি ২০ থেকে ২২ মন হারে ধান ঘরে তুলতে পারছেন বলে জানিয়েছেন বেশ কিছু কৃষক, যা গত মৌসুমের তুলনায় বেশি। ফলন বেশি ও দাম সন্তোষ জনক হওয়ায় কৃষকদের মখে আনন্দের হাসি।তবে কিছু কৃষক বলেন, সময় মতো সার বিষ কীটনাশক সহজ ভাবে পেলে আরো ভালো ফলন ফলানো সম্ভব।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবছর ২১ হাজার ৬'শ ৫০ হেক্টর জমিতে রোপা অমন ধান চাষ হয়েছে,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এবছর রোপা অমন ধানের ফলন ভালো হয়েছে,৩৩ শতকের বিঘায় ১৯ থেকে ২১ মন হারে ধান পেয়েছে কৃষক,কৃষি অফিসে পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে কারেন্ট পোকার আক্রমণ ঠেকাতে পরামর্শ দিয়ে আসছি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com