মোছাদ্দেক হোসেন বাহার,ভোলা সংবাদদাতাঃ ভোলার বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দৌলতখান উপজেলা ছাত্রলীগের সভাপতি নবী নেওয়াজ আকাশের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।রবিবার ভোলার দৌলতখানে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগ সভাপতি নবী নেওয়াজ আকাশের ভগ্নপতি কামরুল ইসলাম। সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম বলেন, দৌলতখান পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা জাকির হোসেন তালুকদার আমার শ্বশুর। গত শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আমার শ্যালক দৌলতখান পৌর ছাত্রলীগের সভাপতি নবী নেওয়াজ আকাশ যে বক্তব্য দিয়েছেন, তা মিথ্যা ও কাল্পনিক। তিনি বলেন, ৫ আগস্টের পর আমার শ্বশুর দৌলতখান পৌরসভার সাবেক মেয়র জাকির হোসেন তালুকদার ও শ্যালক নবী নেওয়াজ আকাশ বাড়ি ছেড়ে চলে যান। তাদের অনুপস্থিতিতে বাসায় ভাঙচুর, পুকুরের মাছ লুট, ছাগল নিয়ে যাওয়া ও চাঁদা দাবির কোনো ঘটনা ঘটেনি। এমনকি আমার কাছ থেকে চাঁদা দাবি ও আমার শাশুড়ির স্বর্ণালংকার বিক্রি করে চাঁদা দেওয়া নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম তার শ্যালক নবী নেওয়াজ আকাশের মিথ্যা এবং ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com