শাহীন আহমেদ
প্রায়ই সন্ধ্যার পর বসে জমজমাট জুয়ার আসর, এ আসরে যোগ দেন চাকরিজীবী ব্যবসায়ী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ, স্বল্প সময় লাভবান হওয়ার আশায় সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ নিয়ে শুরু করেন জুয়া খেলা, এই খেলায় কারো ভাগ্য খুলে যায় এবং কেউ হয় নিঃস্ব, এই জুয়ার ফাঁদে পড়ে সব হারিয়ে অনেকেই বেছে নেন অপরাধের পথ এবং জড়িয়ে পড়েন নানা অপকর্মে, বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর অভিযানে আগ্রাবাদ হোটেল সেন্টমার্টিনে ছয় তলায় ৬০২ নম্বর কক্ষে আটক হয়েছেন এমনি চক্রের ১২ সদস্য।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে আনুমানিক ১০:৩০ মিনিটের সময় চট্টগ্রাম মহানগর আগ্রাবাদ হোটেল সেন্টমার্টিনের লিফটের ছয় তলায় ৬০২ নম্বর কক্ষ থেকে
বিপুল পরিমাণ নগদ অর্থ ও জুয়া খেলার উপকরণসহ তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তারা জুয়া আসরের হোটেল সেন্টমার্টিন এর ৬০২ নম্বর কক্ষ ভাড়া নিয়ে একটি চক্রের তত্ত্বাবধানে টাকার বিনিময়ে নিয়মিত জুয়া খেলেন।
এ বিষয়ে হোটেল সেন্টমার্টিন এর ম্যানেজার বলেন, আমরা রুম ভাড়া দিয়েছি এটা সত্য, তবে আমরা জানতাম না এখানে টাকার বিনিময়ে জুয়া খেলা হয়।
এ বিষয়ে সেনা কর্মকর্তা শাকিরুল বলেন, আমরা জুয়া খেলার আসরে যাদেরকে পেয়েছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা জুয়া খেলছিলেন, কিন্তু এখানে অনেকেই এলাকার গণ্যমান্য লোক হওয়ায় ও সম্মানিত লোক হওয়ায় প্রাথমিকভাবে তাদেরকে মুছলেকা দিয়ে সম্মান দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং দ্বিতীয়বার যদি এমন অপরাধে আবার তাদেরকে আটক করতে পারি তাহলে আর ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com