দৈনিক চৌকস পএিকার
মোঃআফতাবুল আলম
রাজশাহী জেলা প্রতিনিধি
আজ ১০/১১/২০২৪ তারিখ রবিবার বিকাল ৩:০০টার সময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, রাজশাহী জেলা ও মহানগর কমান্ডের যৌথ উদ্যোগে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা র্যালী ও সমাবেশের আয়োজন করেন। শোভাযাত্রায় জেলার থানা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে বিএনপির নেতাকর্মী মিছিল নিয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বাটারমোড় চত্ত্বরে উপস্থিত হয়। পরবর্তীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালী দুপুর ২:০০ টার সময় মহানগরীর বাটারমোড় হতে শুরু করে সোনাদিঘীর মোড়, মনিচত্ত্বর ও সাহেব বাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে উপস্থিত হয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন-জনাব মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন।
এ্যাডভোকেট শফিকুল হক মিলন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় কমিটি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সভাপতি, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা দল।
মোঃ নজরুল ইসলাম খোকা, আহ্বায়ক, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা দল।
মোসাঃ রোকসানা বেগম (টুকটুকি), সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটি।
মোঃ আবুল কালাম আজাদ সুইট, সাবেক সভাপতি, রাজশাহী মহানগর যুবদল। সাইদুর রহমান পিন্টু, সাবেক সভাপতি, বোয়ালিয়া থানা বিএনপি।
এছাড়াও রাজশাহী মহানগর ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডো ইউনিটের সদস্যবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালী পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সস্ত্রাসী দল, সন্ত্রাসের রাজত্ব কায়েম করে গত ১৫ টি বছর বাংলাদেশের মানুষকে শাসন এবং শোষণ করেছে। আওয়ামী লীগের অহংকার তাদের পতনের মূল কারণ ছিলো। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তিনিই বাংলাদেশের বহুমাত্রিক গণতন্ত্রের প্রবক্তা। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দিয়ে অন্যায়ভাবে হয়রানী করেছে। বক্তারা, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
জনাব মিজানুর রহমান মিনু তার বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, আজ সারা বাংলাদেশ শহীদ জিয়া ও তারেক রহমানের দূর্গে পরিনত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনপ্রিয় রাজনৈতিক দল। এছাড়াও তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন এবং ডাবলু সরকারকে সন্ত্রাসের গডফাদার এবং চোর হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, খুনী হাসিনা বর্তমানে ভারতে পলাতক রয়েছে তিনি আর কখনোই বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের জনগণ তাকে শক্ত হাতে প্রতিহত করবে। গত ৫ই আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে নিহতদের স্মরণে আলুপট্টি মোড়ের নাম বিজয়ী মোড় হিসেবে নামকরণ করেন।
কর্মসূচি সমূহ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম।
সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, সহ-সম্পাদকঃ মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০, রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, 01711280916, ইমেইলঃ choukasinfo21@gmail.com