মোঃ আবুল কাশেমঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮৯ নং কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ অভিভাবক কমিটি সম্পন্ন হয়েছে। নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। নির্বাচিত কমিটির সভাপতি ও সহ-সভাপতির নাম ঘোষণা করেন মোসাম্মৎ ফরিদা ইয়াছমিন অত্র ইস্কুলের প্রধান শিক্ষিকা। জনাব মোঃ কামরুল ইসলাম কে দ্বিতীয়বার এর মতন সভাপতি নির্বাচিত করা হয় আবং কেওয়া পশ্চিম খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য জনাব মোঃ মাহফুজুর রহমান বকুল কে সহ-সভাপতির নির্বাচিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাছরিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিকদার মোহাম্মদ হারুনুর রশিদ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং মোঃ হারুনুর রশিদ সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও মোঃ বাদল শেখ ৯ নং ওয়ার্ড শ্রীপুর পৌর আওয়ামী লীগ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিভাবক কমিটির সকল সদস্য ছাত্র-ছাত্রীর অভিভাবক, অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষিকা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে জেলা শ্রেষ্ঠ সভাপতি ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং কমিটির সার্বিক উন্নতি কামনা করেন।
উল্লেখ্য থাকে যে জনাব মোঃ কামরুল ইসলাম গাজীপুর জেলা শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত ও মোসাম্মৎ ফরিদা ইয়াছমিন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
অভিভাবক নতুন কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম বলেন শিক্ষার উন্নয়ন ও স্কুলের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা চাই সকলের কাছে। আগামী দিনগুলিতে আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।
স্কুলের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার অর্জনকারী সুমাইয়া আক্তার কে ল্যাপটপ উপহার তুলে দেন প্রধান অতিথি ও দ্বিতীয় স্থান অর্জন কারী কে সম্মাননা ক্রেস্ট উপহার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com