নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বৃক্ষছায়া ফাউন্ডশনের চেয়ারম্যান।

বিনোদন

বাংলা নববর্ষ ১৪২৭ বঙ্গাব্দ “পহেলা বৈশাখ” উপলক্ষে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন “বৃক্ষছায়া ফাউন্ডশন” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাকোওয়াত হোসেন টিটু। বৃক্ষছায়া ফাউন্ডেশন করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় ও মানবতার সেবায় প্রতিনিয়ত অন্যবদ্য ভুমিকা পালন করে আসছে। 
    বৃক্ষছায়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান বলেন, আজ বাংলা নববর্ষের এই শুভক্ষণে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ। বাঙালির সর্বজনীন উৎসব-বাংলা নববর্ষ। আমরা নববর্ষকে আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে।
    তিনি বলেন, নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে তাই বাংলা নববর্ষ প্রতিবছর নতুন রূপে হাজির হয়। 
    সাকোওয়াত হোসেন টিটু আশা প্রকাশ করেন, পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্তাকে আরও বিকশিত করে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে।
   তিনি আরও বলেন, করোনা মহামারীতে দেশের এই ক্রান্তিলগ্নে সকলে নিজ নিজ বাসায় অবস্থান করুন। পরিবার পরিজনকে সময় দিন। ঘরে বসেই পহেলা বৈশাখ উদযাপন করুন। এই মহামারী পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার কোন বিকল্প নেই। 
   সকল জরা ও গ্লানি মুছে দিয়ে, আধার ফুড়ে আলো বেরিয়ে এসে বাঙালির জীবনে ১৪২৭ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *