সাইবার এথিক্স :

লাইফস্টাইল

দৈনিক সত্যের বাণী :সাইবার এথিক্স +++++++++ মোঃ নাজমুল ইসলাম এ ডি সি, সাইবার ক্রাইম ট্রাইবুনাল। আপনারা একে অপরকে “বেগম সুলতানা” ই বলেন আর “মীর সাদিক” ই বলেন না কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা ছড়ানো সাইবার ইথিক্স এর মধ্যে পরে না, বিশেষ করে যখন আপনারা মহান শিল্পীসত্ত্বা নিয়ে কন্সারন্ড থাকেন। নিজস্ব গোপন বা কোড নামীয় ডাক হাক দিয়ে ইন্টারনেটে ঘৃণা ছড়ানো দীর্ঘ মেয়াদে সাইবার রিজিলিয়েন্ট সমাজ বিনির্মানে সহায়ক হবে না। নিজেদের সমস্যা গোপন বা ক্লোজড গ্রুপে সমাধান করেন। হুদা ফেসবুকে ঘৃণা ছড়িয়ে সাইবার স্পেস কে কলুষিত করবেন না। মনে রাখবেন যাদের কে সাধারণ মানুষ আইডল মনে করে তাদের বিচ্যুতি সমাজ প্রগাঢ় ভাবে অনুভব করে। ও হ্যা আর একটা কথা “আমিতো কারো নাম মেনশন করে কিছু লিখিনি” টাইপের কথা বুলশিট ও বোগাস। কারো নাম নিয়ে লিখলে শুধু সেই অফেন্ডেড হয়, আর নাম না নিয়ে লিখলে তামাম দুনিয়ার সমস্ত “বেগম সুলতানা” আর “মীর সাদিক” রা ক্ষতিগ্রস্ত হয় বিধায় আইনী লড়াইয়ের পথ আরো প্রশস্ত হয় যাতে সবাই আইনী ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।

অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *