হেলাল শেখঃ
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
শেখ হাসিনার জয়।
আমরা করবো জয় নিশ্চয়,
জয় বাংলার জয়।দেশ ও জাতির কল্যাণে
কাজ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
দুই কন্যা তার শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া সবাই শহীদ হয়েছেন আমরা তাদের ভুলবো না।
দেশের জন্য শেখ পরিবার যা দিয়েছে তা আর কেউ দিতে পারবে না,
আমরা ভয় করিনা কোনো বুলেট বোমা, ভয় করি না মৃত্যুকে।আমরা করবো জয় নিশ্চয়,
কোনো বাঁধা কিছুই করতে পারবে না,
সফলতা আসছে আমাদের,
তাই আমরা করবো জয় নিশ্চয়।
রাজাকারের বাচ্চাদের চরম শিক্ষা দিতে হবে,
যারা শেখ পরিবারের বদনাম করে,
মৃত্যু একদিন হবে জানি,
তাই ভয় করার কিছু নেই,
কলম হাতে আছে তাই বলছি,
বড় অস্ত্র, কলম সৈনিকরা ভয় করেনা বুলেট বোমা,
আমরা করবো জয়।