বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ সমাবেশ।।

ধর্ম

সৈয়দ মেজবাহউদিদ্দন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ১৩ জুন।। কলাপাড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) ও উম্মুল মুমিনীন আম্মাজান হযরত অয়েশা সিদ্দিকা (রা:) এর সনে ভারতের ক্ষমতাশীল বিজেপির মুখপাত্র উগ্র নুপুর শর্মা এবং গনমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক অবমাননাকর মন্তব্যেও প্রতিবাদে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাব চত্ত¡রে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি ডাক্তার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মৌলভী আ. ছালাম, ইমাম মোয়াজ্জিন কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মো: মাসুম বিল্লাহ (রুমি), বাংলাদেশ যুব হিজবুল্লাহ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ যুব হিজব্বুল্লাহ নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. আফলাতুন কায়সার নেছারী, বাংলাদেশ ছাত্র হিজব্বুল্লাহ উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. জামিল আহমেদ, যুব হিবাব্বুল্লাহ উপজেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা মো. কাওসার হোসাইন প্রমূখ। বক্তারা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *