বিশ্বাস ঘাতক বেঈমান কখনো বন্ধু হতে পারে না-জীবনের ডায়েরি ফাঁকা!

বিনোদন

হেলাল শেখঃ লেখক বা কবি নয় আমি, তবুও লেখছি গল্প-কবিতা, মিথ্যাবাদী প্রতারক বিশ্বাস ঘাতক বেঈমান কখনো কারো বন্ধু হতে পারে না। অর্থ ও স্বার্থের জন্য বেঈমানের দল সবকিছুই করতে পারে। আজ থেকে আমার জীবনের ডায়েরিটা ফাঁকা করছি, বেঈমান বন্ধুর দরকার নেই।


ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয় তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয় এক ভালোবাসার স্মৃতির কথা। বন্ধু আমার জানা ছিলো না তুমি যে বিশ্বাস ঘাতক বেঈমান প্রতারক, পশু পাখির চামড়া দেখে চেনা সহজ কিন্তু তোমার মতো বেঈমান মানুষকে দেখে চেনা সহজ না।
ছলনায় মন করছো চুরি,আশার আলো নিভিয়ে আজ বুকে মারলে ছুরি। কি বলে তোমায় অপবাদ দিবো হায়রে মোর প্রাণের কবুতর, ব্যাথার তুফানে বাসালে মোরে, ভাঙলে সুখের ঘর, হায়রে বড় স্বার্থপর। অর্থের জন্য নিজের বাবা বা উস্তাদদের সাথে করলে বেঈমানি, তোমরা বন্ধু নামের কলঙ্ক।
স্বার্থপর মানুষ অভিনয় করে মিষ্টি কথায় ভুলিয়ে শেষে কাঁদালে মোরে প্রাণ, বুঝেছি তুমি বিশ্বাস ঘাতক বড় বেঈমান। মেঘের আড়ালে চাঁদ ও সূর্য হাসে আর ভালোবাসার ঘরে সে বসবাস করে বেঈমান বন্ধু। দিনের শেষে রাত্রী আসে এটা আমি বিশ্বাস করি। চিন্তা করবে না বন্ধু এখনো আছে করোনা ভাইরাস, তোমাকে ধরতে পারে শক্ত করে সাবধান হয়ে যাও। একদিন চলে যাবো বহুদূর আমরা, সেখানে হতে পারে দেখা, সেখানেই হিসাবটা হবে। অর্থ ও স্বার্থের মূল্য থাকবে না কিন্তু সবকিছুরই হিসাব দিতে হবে।
ভালোবাসাকে ভালোবাসি, ভালোবাসার নাম বন্ধু, আমি দিয়েছি তোমায় একটি রজনীগন্ধা ও গোলাপ, তা যদি হয় আমার ভুল-তবে করিও ক্ষমা। বিদায়ের বেলায় কেঁদে কি লাভ হবে। সবাইকে যেতে হবে এক এক করে, থাকো তুমি যতই দূরে ও কাছে, একদিন দেখা হবে। মন কেড়েছো, প্রাণ কেড়েছো তুমি বড় চোর, তোমার তরে কেঁদে কেঁদে রাত্রী হলো ভোর। জানি তুমি আছো বলেই আজও আমি আছি কিন্তু তা আর কতদিন থাকবো বলো? যেতে হবে অতি দ্রুত। আমি হয়তো থাকবো না, থাকবে আমার স্মৃতি, স্বার্থপর আমরা সবাই, পাষান এই পৃথিবী।
বাঁচার লড়াই করি সবাই, টিকিট আসলে সময় লাগবে না বেশি, তুমি স্বার্থপর জেনেও তোমাকেই ভালোবাসি। ক্ষনিকের এই ভালোবাসা মিনিটের পরিচয় তুমি আজ বহুদুর তবুও মোর মনে হয় তোমার স্মৃতির কথা। ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট থাকতেই পারে, এটা নতুন কিছু নয়, আমার সাথে করেছো বেঈমানি কিন্তু আর কারো সাথে এমন করো না, হতে পারে তোমার করোনা, ভালো থেকো বন্ধু, এবার নিচ্ছি বিদায়, সুখে শান্তিতে বসবাস করো, একদিন হতে পারে সর্বশেষ দেখা। বেশ এখন আমি ভালো আছি, হিংসা করিও না, আর ফিরে তাকানোর সময় নেই আমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *