হেলাল শেখঃ ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ। ঢাকা জেলা আওয়ামীলীগের সম্মেলনে লাখ লাখ নেতাকর্মীর আগমনে মুখরিত পুরাতন বানিজ্য মেলা মাঠ। ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজীর আহমদ। সাধারণ সম্পাদক হয়েছেন পনিরুজ্জামান তরুন। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান শুরু হয়। এসময় দলে দলে আওয়ামীলীগের লাখো নেতা কর্মীরা দুপুর থেকে সমাবেশ স্হলে আসেন। বিকাল সোয়া ৫টার দিকে সম্মলেনের প্রধান অতিথি,সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি বেনজীর আহমদ। তিনি আগের কমিটিতেও সভাপতি ছিলেন। তার জন্ম ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি ধামরাইয়ের বৈন্যা গ্রামে। ১৯৬৯ সালে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন বেনজীর। পরের বছর ওই কলেজে ছাত্রলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন। ১৯৭৩ সালে সভাপতি হন ধামরাই থানা ছাত্রলীগের। পরবর্তীতে ছাত্রলীগের ঢাকা সদর উত্তর মহকুমার (গাজীপুর) সিনিয়র সভাপতি, ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক ছাত্রলীগের সহসভাপতি ও দুবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। দুবার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি, দুবার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর। ২০০৪ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে এ দায়িত্বে রয়েছেন তিনি। বেনজীর আহমদ ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য। এদিকে পনিরুজ্জামান তরুন এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। উল্লেখ্য, শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরোনো মাঠে প্রায় আট বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ঢাকা জেলার পাঁচটি উপজেলা ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এ সম্মেলনে। ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম; বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সম্মেলনে সভাপতিত্ব করেন বেনজীর আহমদ। আর সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রাজিব, সাভার উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী জমত আলী দেওয়ান, আশুলিয়া থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আশুলিয়া থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খাঁন,সহ সভাপতি সানাউল্লাহ সানা, প্রচার সম্পাদক শাহীন সহ আশুলিয়া থানা আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক আতিকুজ্জামান পাটোয়ারী আতিক,যুগ্ন আহবায়ক সানাউল্লাহ ভূইয়া সানি, সেলিম মন্ডল, সালাউদ্দিন, নাজমুল হক ইমু, খলিলুর রহমান খলিল, ইদ্রিস আলী, কুদ্দুস শিকদার আল মামুন, শরিফুল ইসলাম তুষার সহ জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা কর্মীরা। আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
