দুইদিন ব্যাপী আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

ঢাকা

মোঃ আবুল কাশেমঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বহেরার চালা গ্রামে আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের আজ থেকে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ শুরু। আজ ১ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বিএ প্রতিষ্ঠাতা, আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ , কাউন্সিলর ৯ নং ওয়ার্ড ও প্যানেল মেয়র শ্রীপুর পৌরসভা। কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলন এবং উড়ন্ত বেলুনের মধ্য অনুষ্ঠান উদ্বোধন করা হয়। স্কাউট দলের দৃষ্টিনন্দন থিয়েটার প্রদর্শন ও অতিথিদের সম্মান জানানো হয়। সময় উপযোগী খেলায় অংশগ্রহণ করেন সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা। অভিভাবকদের জন্য রয়েছে বিশেষ খেলার আয়োজন। অতিথিদের ও শিক্ষক শিক্ষিকাদের জন্য ছিল আকর্ষণীয় খেলা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা। বিশেষ অতিথি মোঃ হুমায়ুন কবির হিমু সভাপতি, উপজেলা আওয়ামীলীগ শ্রীপুর। মোঃ নুরুল আমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রীপুর। আলহাজ্ব হারুন অর রশিদ ফরিদ সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ শ্রীপুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমজাদ হোসেন বিএ অত্র স্কুল এন্ড কলেজর প্রতিষ্ঠাতা, কাউন্সিলর ৯ নং ওয়ার্ড ও প্যানেল মেয়র শ্রীপুর পৌরসভা, সভাপতি বিদ্যালয় পরিচালক পরিষদ। প্রথম দিনে অনুষ্ঠান শেষে হয় বিকেল ৫টার সময়। আগামীকালকের অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বিএ অত্র কলেজ প্রতিষ্ঠাতা, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শ্রীপুর পৌরসভা। আগামীকাল সকাল ৯ টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *