1. sokalerbangla@gmail.com : admin :
  2. pphelp90@gmail.com : jahid hasa : jahid hasa
  3. shahriarnishat84@gmail.com : Nishat Shahria : Nishat Shahria
  4. sholimuddin1986@gmail.com : Sholim : Sholim
  5. smnazrulislam.official@gmail.com : SM Nazrul Islam : SM Nazrul Islam
September 19, 2024, 4:51 pm
Title :
রাজশাহী মোহনপুর জাহানাবাদে ধৌড়সাবার নই নদীতে অবৈধভাবে সুতি জাল দিয়ে মাছ শিকার কালে মোবাইল কোর্ট অভিযান চট্টগ্রামে সাহা আমানত বিমানবন্দরে ৮লাখ রিয়াল-দিরহাম সহ দুবাইগামী যাত্রী আটক মেগাপ্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায্যতার দাবি অবৈধ ক্যাফেইন যুক্ত রেড বুল এনার্জি ড্রিংক দেশের খোলা বাজারে বিক্রি, যেন দেখার কেহ নাই ! একদফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক- শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ ও শোভাযাত্রা সফল অভিযানের স্বার্থে মাদকদ্রব্য অধিদপ্তরকে অস্ত্র দেওয়া প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন রাজশাহীর সেই যুবলীগ নেতা রুবেল পাঁচ দিনের রিমান্ডে গোদাগাড়ী থানার নতুন ওসি মনিরুল ইসলাম এর যোগদান

চট্টগ্রামের পতেঙ্গায় ছুরিকাঘাতে খুনের ঘটনায় আটক ৭

Reporter Name
  • Update Time : Monday, June 10, 2024,
  • 395 Time View

শাহীন আহমেদ

গত রবিবার ০৯ জুন ভোরে পতেঙ্গা সমুদ্র সৈকতে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় ৭আসামী আটকের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। বিশেষ করে নিহত মোঃ মনিরুজ্জামান রাফি (২৫) এর মা জান্নাতুল ফেরদৌস মেরী সোমবার দুপুরে উপ পুলিশ কমিশনার আয়োজিত সংবাদ সম্মেলনের শেষে সোর চিৎকার ও কান্নার স্বরে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানিয়েছেন।

১০ জুন, সোমবার দুপুরে প্রেস বিফ্রিংয়ে উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা জানিয়েছেন জেদের বশে পরিকল্পিত ভাবে অপরাধ সংঘটিত করে শুধু মাত্র মোটরসাইকেলের উচ্চ আওয়াজের কারণেই ইয়ংওয়ানে কর্মরত মোঃ মনিরুজ্জামান রাফি(২৫) কে হত্যা করে।

এই ঘটনায় ছুরিকাঘাতে অপর যুবক মোঃ রায়সান (২৬) রাফি কে বাঁচাতে গিয়ে গুরুতর আহত অবস্থায় ছয়েক হাসপাতালে চিকিৎসারত আছেন বলে জানিয়েছেন সংবাদ সম্মেলন থেকে।

নিহতের পরিবারের পক্ষে মা জান্নাতুল ফেরদৌস মেরী, নানা দিদারুল আলম দিদার, মামা মোঃ রেজাউল করিম দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ আসামীদের ফাঁসি চেয়েছেন।
আজ সোমবার দুপুরে উপ পুলিশ কমিশনার বন্দর জোন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকেই এই তথ্য জানান।

এদিকে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ধৃতদের কাছে কিছু জানতে চাইলে এরা একজন একজনের দোষ চাপানোর চেষ্টা করে।

এক পৃষ্ঠার লিখিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার শাকিলা আরো বলেন, ধৃত ব্যক্তিরা সবাই অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত এবং ঐদিন মদপ্য অবস্থায় পূর্বের ঘটনায় জেদ ধরে রাফি কে হত্যার উদ্দেশ্যে কাঠগড় মাইজপাড়া এলাকার যুবনেতা জুবায়ের বাশারের কাছ থেকে ছোরা ও ছেলেগ্রুপ নিয়ে এলোপাথাড়ি ভাবে নিহত রাফি কে ছুরিকাঘাতে খুন করে।আর তাকে বাঁচাতে গিয়ে বন্ধু রায়সান(২৬) গুরুতর আহত হন। তার ডান হাতের ৪আঙ্গুল অনেকটাই কেটে গেছে।নিহতের মা বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় ০৭ নং তাং-১০/০৬/২৪ ইং মূলে এজাহার নামীয় মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আরো বলেন,ধৃত আসামিরা হলেন ১/ মোঃ জাহিদুল ইসলাম (২২),২/মোবারক হোসেন (২৩),৩/ইকবাল হোসেন ইমন (২২),৪শাহরিয়ার আল আহমেদ (২০),৫/তাহরিয়ার আহমেদ বাঁধন(২১),৬/মারুফ চৌধুরী (২২),৭/মোঃ জুবায়ের বাশার(৩৪), সাং -আবুল বশরের বাড়ী, উত্তর পতেঙ্গাস্থ ধূমপাড়া৪০ নং ওয়ার্ড। নিহত মোঃ মনিরুজ্জামান রাফি (২৫)এর বাড়ী বন্দরের ৩৮নং ওয়ার্ডস্থ মধ্যম হালিশহরের বাকের আলী ফকির টেক ইসমাইল মালুম বাড়ির স্থানীয় বাসিন্দা বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2018
Theme Customized BY LatestNews