দৈনিক চৌকস :ভ্রাম্যমাণ
প্রতিনিধি : মোঃরাজিব খাঁন
টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে মোহনপুরে মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য টেকসই পুষ্টি নিশ্চিতকরন প্রকল্পের অবহিতকরণ সভা সোমবার বেলা ৩ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল কবির সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফিরোজ । বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল , মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা, এপ্লাইড নিউট্রিশনস্ট,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকা ডা. জয়াশীষ রায়, সহকারী পরিচালক জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকা ডা.মোহাম্মদ শোয়াইব উপজেলা, সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, সমাজসেবা
কর্মকর্তা ইমাম হাসান শামীম,মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী রেজা, ডাঃ খাদিজা খাতুন (গাইনী) মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্স শিক্ষা কর্মকর্তা রশিদা ইয়াসমিন, দি হাঙ্গার প্রজেক্টে রাজশাহী অঞ্চলের সমন্বয়ক মিজানুর রহমান, প্রজেক্টের টেকনিক্যাল
এক্সপাট ডাঃ আরঙ্গজেব, এনজিও প্রতিনিধি জুয়েল রানা, জয়নাল আবেদীন, আছির উদ্দিন,সহ অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্বাস্থ্যকর্মীগণ, সূধীজন প্রমুখ।এ সময় বক্তারা বলেন স্বাস্থ্যবান থাকা বা সুস্থ চিন্তা-এসবের জন্য মূলত অবদান থাকে খাদ্যাভ্যাস, শিক্ষা ও পরিবেশের। একটা শিশুর মস্তিষ্ক
বিকাশের সময় হল ৫ বছর বয়স পর্যন্ত। এ সময় যদি শিশুদের সঠিক পরিমাণে পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার না দেয়া হয়, তবে পুষ্টি ঘাটতির ফলে কম মেধা নিয়ে তারা বেড়ে ওঠে। পরবর্তী সময়ে আমাদের পরিবার বা জাতীয় পর্যায়ে তার অবদান রাখার ক্ষমতা কমে যায়। অপরদিকে ‘মায়ের পুষ্টি শিশুর তুষ্টি’।
অর্থাৎ, সুস্থ ও স্বাস্থ্যবতী মা-ই শুধু স্বাস্থ্যবান সন্তানের জন্ম দিতে পারেন। পুষ্টিহীন মায়ের সন্তানের জন্মকালীন ওজন কম এবং অসুস্থ, হাবাগোবা, রুগ্ন হয়ে জন্মায়। পরে নানা রোগে ভোগে। এজন্য অবশ্যই আমাদের মা ও শিশুর টেকসই পুষ্টি নিশ্চিত করতে হবে।