খাগড়াছড়ি প্রতিনিধি, মোহাম্মদ সেলিম
খাগড়াছড়ি জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১১/০৭/২০২৪ খ্রি., রাত ০০.১৫ ঘটিকায় মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি কারাকালে মাটিরাঙ্গা থানাধীন ০৫নং বেলছড়ি ইউনিয়নের ০১নং ওয়ার্ড জায়েদ আলী পাড়া (বেলছড়ি উত্তর পাড়া) সাকিনের জনৈক জালাল মিয়ার বসতঘরের সামনের উঠান হতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী জালাল উদ্দিন (৩৫), পিতা- মৃত ইউসুফ আলী, মাতা- মরিয়ম বেগম, সাং- জায়েদ আলী পাড়া (বেলছড়ি উত্তর পাড়া), ০১নং ওয়ার্ড, ০৫নং বেলছড়ি ইউপি, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।