আরিফ হোসেন রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মনিরুল ইসলাম রবিবার বিকেলে তিনি গোদাগাড়ী থানায় ওসি হিসেবে যোগদান করেন। এসময় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
নতুন যোগদানকৃত নতুন ওসি মন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন। অপর দিকে বিদায়ী ওসি রাজশাহী জেলা সদর সার্কেলে বদলি করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম পুলিশের কাজে সাধারন জনগনকে সহযোগীতা করার উদার্থ আহবান জানিয়ে তিনি বলেন, জনগনের যান-মাল নিরাপত্তায় সর্বদায় নিয়জিত পুলিশ বাহিনী। পুলিশকে সহযোগীতায় সকলকে এগিয়ে আসতে হবে।