দৈনিক চৌকস : প্রতিনিধি
খোন্দকার মেজবাউল ইসলাম
রাজশাহী মোহনপুর উপজেলার মাখনপুর গ্রামে হালিমা নামের এক বৃদ্ধাকে ধারালো ছুরি দিয়ে হত্যা চেষ্টা মামলায়,৪ জন আসামিকে গ্রেফতার করেছেন , মোহনপুর থানা পুলিশ । বৃদ্ধা হালিমা, তার নিজ বাড়িতে একাই থাকতেন। রাত ১২ টার দিকে তার বাড়িতে প্রবেশ করে একদল ডাকাত এবং বৃদ্ধাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এতে বৃদ্ধা মারাত্মকভাবে জখম হন। পাড়া-প্রতিবেশী বৃদ্ধা মহিলাকে চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে প্রেরণ করেন। গ্রামবাসী থানায় অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে বৃদ্ধা হালিমার মেয়ে বাদী হয়ে মোহনপুর থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন।
উক্ত মামলার বাদী বৃদ্ধার মেয়ে
আনজু আরা বিবি (৩৫) মাতা , মালেকা বেগম, স্বামী, শফিকুল ইসলাম, গ্রাম, বীর গোয়াল উপজেলা পবা, জেলা, রাজশাহী। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মোহনপুর থানার এস, আই মোঃ জাহাঙ্গীর আলম বাবুল নামের হত্যা চেষ্টাকারীকে থানায় নিয়ে যায়। বাবুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি
৩ জনের নাম উল্লেখ করেন। ( ১) আসামি মোঃ হানিফ ওরফে বাবু ( ৩২) পিতা মৃত, শামসুল আলম, মাতা হানিফা যে, জেলা রাজশাহী।(২) আসামি মোঃ জুবায়েল ইসলাম ( ২২) পিতা, মজিবুর রহমান, মাতা, নুরনাহার বেগম গ্রাম, মাখনপুর পশ্চিম পাড়া, থানা, মোহনপুর, জেলা রাজশাহী। (৩) আসামি সোহানুর রহমান (২১) পিতা, মো, রফিকুল ইসলাম, মাতা, সেলিনা বিবি, গ্রাম, মাখনপুর পশ্চিম পাড়া, থানা , মোহনপুর, জেলা রাজশাহী। (৪) আসামি মোঃ মিজানুর রহমান শ।হ, পিতা মোঃ দুলাল শাহ, গ্রাম, মাখনপুর পশ্চিম পাড়া, উপজেলা মোহনপুর, জেলা, রাজশাহী।
মোহনপুর থানার এস, আই মো, জাহাঙ্গীর আলম বলেন, বৃদ্ধা মহিলাকে হত্যা চেষ্টা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার কালে বৃদ্ধা মহিলাকে গুরুতর আঘাত করা চাকু উদ্ধার করা হয়েছে। এর সাথে জব্দ করা হয়েছে লুন্ঠিত স্বর্ণালংকার। যার মূল্য ৭০০০০ টাকা, ৩৯৫০০০ হাজার নগদ টাকা। সর্বমোট ৪৬৫০০০ হাজার টাকা।
মোহনপুর থানা ইনচার্জ ওসি হান্নান বলেন, হত্যা চেষ্টা মামলা হয়েছে এবং আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।