দৈনিক চৌকস :ভ্রাম্যমাণ
প্রতিনিধি : মো: রাজিব খাঁন
রাজশাহী মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি বাটুপাড়া,কারিগরি, স্কুল এন্ড কলেজ মাঠে ব্রাক সীড এন্ড অ্যাগ্রাে এন্টার প্রাইজ এর উদ্যোগে কৃষকদের নিয়ে, কৃষক মিটিং অনুষ্ঠিত হয়েছে, উপস্থাপনার দায়িত্ব পালন করেন, মোঃ শাহিজুল ইসলাম। মঙ্গলবার ২২/১০/২৪ বিকাল, ৪ ঘটিকার সময়, মোহনপুর উপজেলার মৌগাছি বাজারের পাশে, বাটু পাড়া, কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে, অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে, কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মতিউর রহমান।
সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব সিহাব উদ্দিন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ এস এম,নাজমুল হক প্রোডাক্ট ম্যানেজার, সীড পটেটো ব্ল্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরিফুল ইসলাম, রাজশাহী রিজওনাল,বিশেষ অতিথি আমিনুল ইসলাম অফিসার, রাজশাহী ডিলার: রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি : মোঃ ইউনুস আলী মুন্ডল মোঃনজরুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন অত্র, মৌগাছি ইউনিয়নের আলু ও ধান চাষী কৃষক ভাইয়েরা, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের সর্বোচ্চ গুণগত সম্পন্ন আলুও ধান বীজ, ব্রাক সীডের গুণগত মান ভালো।