আরিফ হোসেন রাজশাহী: ২৮ অক্টোবর ২০০৬ লগি-বৈঠাদারী আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪ টায় গোদাগাড়ী ডাইংপাড়া গোলচত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
গোদাগাড়ী থানা আমীর নুমায়ুন আলীর সভাপতিত্বে ও গোদাগাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার নবনির্বাচিত জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পশ্চিম আমীর ড. ওবায়দুল্লাহ।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা সরকার জামায়াত শিবিরকে নির্মূল করার জন্য হামলা, মামলা, জেল, জুলুম, হুলিয়া, অত্যাচার, নির্যাতন, গুম, খুন অপহরনের মতো মানবতা বিরোধী অপরাধ কর্মকান্ড চালিয়ে ছিল। এরপরও জামায়াত শিবিরের আন্দোলনকে স্তব্ধ করতে না পেরে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষনা করেছিল, দেশের ছাত্র জনতা গণ অভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠানোর পর দেশের জনগন আজ আওয়ামী লীগকেই নিষিদ্ধ ঘোষনা করেছে।
আরো বলেন, ‘লগি–বৈঠা দিয়ে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড করেছিল তা পৃথিবীতে নজিরবিহীন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে সেই খুনিদের বিচারের আওতায় আনতে হবে। তারা সেদিন বাংলাদেশে হত্যার মহাউৎসব করেছিল। ১৬ বছর দেশ চালিয়ে দেশকে পঙ্গু করে দিয়েছে। এদেশের জনগণ তাদের বিচার নিশ্চিত করবে। যে ছাত্রজনতা ও সাধারণ জনগণ জীবন দিয়ে এদেশকে তাদের হাত থেকে উদ্ধার করেছে। আমরা তাদের সেই সম্মান ধরে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সহঃ সেক্রেটারি কামরুজ্জামান, গোদাগাড়ী পৌর জামায়াতে আমীর মোঃ আনারুল ইসলাম, জামায়াতে পৌর সেক্রেটারি শওকত আলী,রাজশাহী জেলা পশ্চিমের ছাত্রশিবিরের সভাপতি রমজান আলীসহ গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখা জামায়াত ও ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।