মনীষ সরকার রানা, স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, আ.ন.ম শিবলী সাদিক, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, সাংবাদিক শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হেসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ।
উপজেলা কৃষি বিভাগ জানায়, উফশি আউশ ধান প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ১৭৫ জন কৃষককে সহায়তা দেওয়া হবে। কৃষক প্রতি ব্রি ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
এছাড়া পাট চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন কৃষকের প্রতিজনকে এক কেজি বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির জানান, ‘সরকারি এই প্রণোদনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহ জোগাবে। উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার পেয়ে তারা সময়মতো আবাদ শুরু করতে পারবে, যা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আর্থিক স্বাবলম্বিতায় সহায়ক হবে।