মো: ওয়াসিকুর রহমান, স্টাফ রিপোর্টার
গত ০৭ এপ্রিল,২০২৫ রোজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কানাডা পশ্চিম অঞ্চলের সম্মানিত সভাপতি আহাদ খন্দকার, প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক মুজিবর রহমান, প্রধান বক্তা – এর উপস্থিতিতে ব্রিটিশ কলম্বিয়া বিএনপির কার্যকরী কমিটির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ সংগঠনের শৃঙ্খলা রক্ষা, সাংগঠনিক কাঠামো আরও মজবুত করা এবং প্রবাসে দলের কার্যক্রম বর্ধিত করার ব্যাপারে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় ব্রিটিশ কলম্বিয়া বিএনপির সভাপতি জনাব আজমল খান রাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মারুফুর রহিম দিপুর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপিত হয়। এছাড়াও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ তাদের মূল্যবান মতামত প্রদান করেন এবং দলকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, ’৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সাহসী যোদ্ধা জনাব কাজী মামুন (জিএস পারভেজ)।
সভায় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রবাসে গণতান্ত্রিক আন্দোলনের ধারা আরও জোরদার করার লক্ষ্যে অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সাংগঠনিক সভা ব্রিটিশ কলম্বিয়াতে বিএনপির কার্যক্রমকে নতুন গতিপথ ও গতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সবাই আশাবাদ জানান।